স্যার গ্যারি, রবি শাস্ত্রী ও যুবরাজ সিংহে’র পর আবার ৬ বলে ৬ ছক্কার পাশাপাশি ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে ক্রিকেট রেকর্ড বইয়ে নাম লেখালেন আফগান ক্রিকেটার হযরতুল্লাহ জাজাই।
ওভারের প্রতিটি বল সীমানার বাইরে গিয়ে পড়ছে।অনিশ্চয়তাময় ক্রিকেটে এমন দৃশ্য খুবই বিরল। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা প্রথম দেখা গিয়েছিল ১৯৬৮ সালে।আফগানিস্তান প্রিমিয়ার লিগে বালখ লিজেন্ডের বিপক্ষে কাবুল জনানের হয়ে এই রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৭ ছক্কা এবং ৪ চারের সাহায্যে ১৭ বলে ৬২ রান করে আউট হন এই আফগান ওপেনার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন