শিরোনাম

প্রচ্ছদ /   ক্রিকেটে ক্যারিয়ারের ইতি হতে যাচ্ছে মুমিনুলের

ক্রিকেটে ক্যারিয়ারের ইতি হতে যাচ্ছে মুমিনুলের

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পরেছেন মমিনুল হক। বাদ পড়ার কারণ ফর্ম না থাকা। তবে মমিনুলকে ওয়ানডের চাইতে টেস্টে চাইছে নির্বাচকরা। কিন্তু মমিনুল ওয়ানডে ফিরতে মরিয়া। আর টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই নিজের জায়গা পাকাপোক্ত রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত তার ব্যাটিং।তার ব্যাটিং দেখে এমনটাই মনে করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। শনিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমের সামনে এমনটাই জানান।

তিনি বলেন, ‘মমিনুল যদি রান করতে পারত (এশিয়া কাপে) তাহলে খুব ভাল হত। আমি সম্প্রতি তাঁর ব্যাটিং দেখেছি ওয়ানডেতে। সে এখন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যাটসম্যান। আমি নিশ্চিত না, ওয়ানডে ব্যাটিংয়ের ভাবনা তাঁর টেস্টের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা।’

ওয়ানডে দলে সাম্প্রতিক সময়ে নিয়মিত ক্রিকেটারদের ইনজুরিতে দলে ডাক মিলছে মমিনুলের। কিন্তু ওয়ানডেতেও থিতু হওয়ার মতো কিছু করতে পারছেন না তিনি।

তবে ওয়ানডেতে স্থায়ী হওয়ার ভাবনায় টেস্ট দল থেকে বাদ পড়বেন না তো মমিনুল?এ বিষয়ে বাশার বলেন, “টেস্ট ম্যাচে কিন্তু সম্প্রতি তাঁর কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাইনি। টেস্টে কিন্তু সে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। এটা অস্বীকার করার কিছু নেই, টেস্টে তাঁর ব্যাটিংটা আমাদের খুব দরকার।

তিনি বলেন, ‘ওয়ানডে কিন্তু আমরা চালিয়ে নিতে পারছি, আমাদের বিকল্প আছে। কিন্তু টেস্ট মমিনুলের বিকল্প খুব কম। আমরা জানি না তাঁর ওয়ানডের ভাবনা তাঁর টেস্টের পারফর্মেন্সে ক্ষতি করছে কিনা, যেটা আমরা একদমই চাই না। এই মুহূর্তে তাঁকে আমরা টেস্টেই বেশি বিবেচনা করছি।’

সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের চক্ষুশূল ছিলেন মমিনুল। নতুন কোচ স্টিভ রোডসের ক্ষেত্রেও কি তাই হবে কিনা? এমন প্রশ্নে বাশার জানান, ‘এটা আসলে কোচদের নিজেদের ব্যাপার। সে কিন্তু একজন দারুন ফিল্ডার। আপনি যখন একটা দলে থাকবেন তখন পছন্দ অপছন্দ সবারই থাকে। এটা নতুন কিছু না। সব কোচের থাকে। মমিনুল পছন্দের তালিকায় পড়ে কিনা আমি জানি না। কিন্তু আমাদের পরিকল্পনার কথা আমরা পরিস্কার করলাম।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন