শিরোনাম

প্রচ্ছদ /   মুস্তাফিজকে নিয়ে একি বললেন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার

মুস্তাফিজকে নিয়ে একি বললেন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

যদি শেষ ওভারে বাজি ধরতেই হয় তাহলে বাংলাদেশের পক্ষেই ধরবেন ভারতীয় সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। কেননা তাঁর বিশ্বাস আছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং জাদুতে।

২০১৮ এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা মরার লড়াইয়ে ৪৯তম ওভারে সাকিবকে ছয় হাঁকিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। কিন্তু পরের বলেই নবীকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। তাই শেষ ওভারে মুস্তাফিজের পক্ষেই বাজি ধরতেন মাঞ্জেরেকার।

‘নবীর ছক্কার পর ম্যাচ আফগানদের নাগালে চলে এসেছিল। কিন্তু পরের বলেই সে আবারও মারতে গিয়ে আউট হয়েছে। এই ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। আর শেষ ওভারে বাংলাদেশের পক্ষে যেতেই হবে আপনাকে।’

কারণ নিদাহাস ট্রফির ফাইনালেও ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছিলেন মুস্তাফিজ। ১৮তম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন এই পেসার। কিন্তু ১৯তম ওভারে রুবেলের ২২ রান দেয়ার পর শেষ ওভার করার আগেই চার ওভারের কোটা ভরে গিয়েছিল মুস্তাফিজের।

এক প্রকার বাধ্য হয়েই শেষ ওভারের জন্য সৌম্য সরকারকে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। সেখানেই ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। কিন্তু মুস্তাফিজ তাঁর কাজ ঠিকই করে গিয়েছেন। তাই এবারও মুস্তাফিজের উপর ভরসা রেখেছিলেন ধারাভাষ্যকার মাঞ্জেরেকার।

‘কারণ হল মুস্তাফিজ, এর আগেও সে শেষের দিকে অল্প রান দিয়েছে। নিদাহাস ট্রফির কথা মনে করে দেখুন, ১৮তম ওভারে সে মাত্র এক রান দিয়ে ১ উইকেট নিয়েছিল। সে বল হাতে জাদু দেখাতে বরাবরই সক্ষম। তাই শেষ ওভারে আমার বাজি বাংলাদেশের পক্ষেই ছিল।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন