শিরোনাম

প্রচ্ছদ /   টাইগাররা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধী ভারতের সাথে দেখে নিন সিরিজের সময়সূচী

টাইগাররা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধী ভারতের সাথে দেখে নিন সিরিজের সময়সূচী

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

টেস্ট মর্যাদা প্রাপ্তি সেই ২০০০ সালে। শুরুটা হয়েছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষেই। কিন্তু এরপর এতগুলো বছর পেরিয়ে গেলেও ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়ে উঠেনি বাংলাদেশের।বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির প্রায় ১৭ বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে ভারতে একটি মাত্র টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে এবার ভারতের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

কিছুদিন আগে ভারতের আগামী ২০২৩ সাল পর্যন্ত হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিসিআই আগামী পাঁচ (২০১৮ -২০২৩) বছরের জন্য।আর তাতে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিতীয়বারের মতো (২০১৭ এর পর) ভারত সফর করবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে এই সফর হবে ২০১৯ সালের নভেম্বর মাসে। এই সূচিতে বাংলাদেশ দল ২ টেস্ট ও ৩ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে । সোর্স : ইএসপিএন ক্রিকইনফো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন