শিরোনাম

প্রচ্ছদ /   ২০১৯ বিশ্বকাপ নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলী

২০১৯ বিশ্বকাপ নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলী

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। আর আসন্ন এই আসরকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ নিয়েই এবার একপ্রকার ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় দল দারুণ খেলছে। এশিয়া কাপের একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ টাই হওয়ার কারণ ওই দিন প্রায় ৫ জন প্রথম সারির ক্রিকেটারের না খেলা। তাছাড়া গোটা টুর্নামেন্টে দল বেশ ভালো খেলেছে।’

তিনি আরো বলেন, ‘২০১৯ সালে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ফল করবে।’ একই সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপে যে পেসার মোহাম্মদ সামির জায়গা নিশ্চিত সেটাও জানিয়ে দেন সৌরভ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন