শিরোনাম

প্রচ্ছদ /   আগামী এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব

আগামী এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

ইনজুরি আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান আগামী আড়াই থেকে তিন মাস থাকবেন মাঠের বাইরে। এই সময় পর ব্যথা কমে গেলে খেলতে পারবেন কোনো বিঘ্ন ছাড়াই। তবে ব্যথা করলে আশ্রয় নিতে হবে সার্জনের, যিনি অস্ত্রোপচারের মাধ্যমে সাকিবের আঙুলের চোট সারিয়ে তুলবেন।

তবে ব্যথা কমে গেলেও সাকিবকে খেলতে দিতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষজ্ঞ চিকিৎসকের বর্তমান হিসেব অনুযায়ী, আগামী জানুয়ারিতেই মাঠে ফিরতে পারবেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে সে সময়ই বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পূর্ণ সুস্থতার জন্য বিপিএলে অংশগ্রহণ না করার পক্ষে পাপন।

পাপনের মতে, বিশ্বকাপের আগে ফিট হতে সাকিবের অস্ত্রোপচার করার জন্য ভালো সময় এটাই, ‘ওর সংক্রমণ কেন হলো এ উত্তরটাই তো পাচ্ছি না। সংক্রমণ ভালো হচ্ছে, এটা ভালো খবর। সংবাদমাধ্যমে দেখেছি এশিয়া কাপের আগে বলেছে সে একটা অস্ত্রোপচার করাতে চায়। যদি সে করতে চায়, এটাই সেরা সময়।’

তাই বোর্ড সভাপতির চাওয়া, আগামী দুই মাস বিশ্রাম করে অস্ত্রোপচার করেই পুরো ফিট হয়ে মাঠে ফিরুন সাকিব, ‘দুই মাস বিশ্রাম নিয়ে অস্ত্রোপচার করে ফেলাই ভালো। যথেষ্ট সময় আছে, বিশ্বকাপের আগে তাহলে সম্পূর্ণ সুস্থ সাকিবকে পাব। এখন যে সব খেলা আছে এসব না খেলাই ভালো। এটাই আমি মনে করি। কিন্তু আমার একার কথার ওপর হবে না।’তবে আইপিএলসহ সকল বিদেশী লীগে খেলা অফ থাকবে।  

ছবিঃ ইন্টারনেট

সাকিবের মতামত যদি বোর্ড সভাপতির সাথে মিলে যায়, তাহলে ঢাকা ডায়নামাইটস হারাবে তাদের আইকন ও অধিনায়ককে। এক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিল সমাধানের খোঁজ করবে উল্লেখ করে পাপন জানান, ‘ফ্র্যাঞ্চাইজির কথা চিন্তা করে একজন জাতীয় দলের খেলোয়াড়ের কী হবে, এত কিছু বলা মুশকিল। অবশ্যই তাদের সমস্যা হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কথা বলে একটা সমাধান হয়তো তারা করবে। তবে সাকিবের পুরো ফিট হয়ে খেলা উচিত।’

বোর্ড সভাপতি আরও বলেন, ‘মানুষের মধ্যে যখন সন্দেহ এসেছে যে এশিয়া কাপ খেলার কারণে তার এমন হয়েছে, তাহলে এখন কোনো সিরিজ–টুর্নামেন্টে খেলার দরকার নেই। বিপিএল–আইপিএলের চেয়ে এশিয়া কাপ অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। আমরা চাই বিশ্বকাপটা সে পুরোপুরি ফিট হয়ে খেলুক।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন