টপ অর্ডারে ব্যাট করেন বাংলাদেশ দলে নতুন ডাক পাওয়া ফজলে রাব্বি আর ক্রিকেটের দানব খ্যাত উইন্ডিজ তারকা ক্রিস গেইল ওপেনার এই দু’জনের মিল বলতে বাঁ-হাতে ব্যাট করা। আর দলের প্রয়োজনে স্পিন বল করা। দু’জনের মধ্যে আছে আরও একটা মিল। ব্যাটে তুলতে পারেন ঝড়। টপ অর্ডারে ঝড় তুলতে পারার কারণে ঘরোয়া ক্রিকেটে রাব্বির পরিচয় বাংলাদেশের ‘গেইল’ হিসেবে। এখন অবশ্য রাব্বি ব্যাটিংয়ের ধরণ কিছুটা বদলেছেন। কিন্তু এমন নয় যে ছয় হাঁকাতে ভুলে গেছেন।
রাব্বি বলেন, ‘এটা সত্য যে, আমার নামের সঙ্গে গেইল ট্যাগ জুড়ে যাওয়াটা আমি উপভোগ করতাম। কিন্তু পরে বুঝলাম, এটা আমার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ আমার ইনিংসগুলো যেভাবে শুরু হয় সেভাবে শেষ করতে পারতাম না। এখন আমি এক-দুই রান নেওয়ার দিকে বেশি মনোযোগী। কিন্তু তার মানে এই নয় যে আমি ছক্কা মারতে ভুলে গেছি।’
রাব্বি অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে ওপেনার হিসেবে খেলতেন। কিন্তু বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ওপেনার হওয়ার সুফল ঘরে তুলতে পারেননি তিনি। এরপর ডানপিঠে স্বভাবের ব্যাটিং ভুলে টপ অর্ডারে প্রায়োগিক ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিতে বলা হয় তাকে।
সেখান থেকে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার শুরু। এখন অবশ্য তিনি বেশ বুঝে শুনে ব্যাট করেন। চার-ছক্কার বাইরেও ব্যাটিংয়ে অনেক দিক আছে সেটা মানেন। আর আয়ারল্যান্ড সফর তাকে আগের থেকে বেশি আত্ববিশ্বাসী করেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন