শিরোনাম

প্রচ্ছদ /   যে কারণে সৌম্য বাদ দিয়ে নাজমুলকে দলে নিল বিসিবি

যে কারণে সৌম্য বাদ দিয়ে নাজমুলকে দলে নিল বিসিবি

Avatar

শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

প্রিন্ট করুন

জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল দেখে সৌম্য সরকারের মনটা খারাপ হওয়ারই কথা। এশিয়া কাপে তাঁর প্রয়োজনীয়তা এতটাই অনুভব হলো টিম ম্যানেজমেন্টের, ২৪ ঘণ্টার নোটিশে ইমরুল কায়েসের সঙ্গে তাঁকে উড়িয়ে নেওয়া হলো আরব আমিরাতে।

ভারতের বিপক্ষে ফাইনালে দলের ব্যাটিং বিপর্যয়ে মূল্যবান ৩৩ রান করা সেই সৌম্যকে আবার রাখাই হলো না দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বাঁহাতি ওপেনারকে বাদ দেওয়া হলেও রেখে দেওয়া হয়েছে এশিয়া কাপে ৩ ম্যাচে ২০ রান করা নাজমুল হোসেন শান্তকে।

স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাচ্ছে, ছন্দে নেই এ যুক্তিতে যদি সৌম্য বাদ হন, একই যুক্তি কি নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নির্বাচক হাবিবুল বাশার অবশ্য এ প্রশ্নের যৌক্তিকতাই দেখেন না, ‘কেন যুক্তি নেই, আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবে। তিনটা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে (খেলোয়াড় তৈরির) প্রক্রিয়াটা শেষ হবে না।

ওকে (নাজমুল) আরেকটা সুযোগ দেওয়া উচিত। আজকের প্রতিষ্ঠিত খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিককেও এভাবে সুযোগ দেওয়া হয়েছে। ক্যারিয়ার শুরুতে এসেই সবাই ভালো খেলে না। একটা খেলোয়াড়ের পেছনে আমরা অনেক বিনিয়োগ করি, তাই না?

জাতীয় লিগের গত পর্বেও সে সেঞ্চুরি (১৭৩) করেছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছে। এইচপিতে রান করেছে। বয়সভিত্তিক ক্রিকেটে রান করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে তৈরি হতে আরেকটা সুযোগ দেওয়া দরকার।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন