সাকিব আল হাসানের অনুপস্থিততে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার রাতে মিডিয়ার সামনে এমনটাই জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ২১ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আর কিছুদিন পরেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের পরে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল।
ইতিমধ্যেই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলে নতুন মুখ ফজলে রাব্বি। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাদ পড়েছেন মোসাদ্দক হোসেন সৈকত।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন