জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। আর সেই দলে প্রথম বারের মত জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। যার ফলে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত মূল একাদশে জায়গা হয়নি তার। তবে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা রাব্বির এবার ভাগ্য খুললো। ‘এ’ দলের পাশাপাশি এনসিএল, বিসিএল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি। চলতি জাতীয় লীগের প্রথম রাউন্ডে বরিশাল ডিভিশনের হয়ে ক্যারিয়ার সেরা ১৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।
২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফজলে মাহমুদের। এরপর থেকে প্রথম শ্রেণির ৬৮ ম্যাচ খেলে ৩৩.১৬ গড়ে ৭টি সেঞ্চুরি এবং ১৭টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৭১৫ রান করেন। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮০ ম্যাচে ৩০.৯৮ গড়ে ৪টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ২ হাজার ২০০ রান করেন তিনি।
শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও সফল বরিশালের এই ক্রিকেটার। বাঁ-হাতি এই স্পিনার প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ মিলে ৫৫টি উইকেট শিকার করেছেন।জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন