ঘরের মাঠে অক্টোবরের মাঝামাঝি জিম্বাবুয়ে সফর করতে আসছে, সব চূড়ান্ত। জিম্বাবুয়ে যাবে দিন তার আগের দিন বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই বিপিএল আয়োজনের কথা ছিল। সরকারের পক্ষথেকে আপাতত বিপিএল আয়োজন না করার নিদের্শ এসেছে বিসিবিতে। এর কারণ জাতীয় নির্বাচন।তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারী অবদি জাতীয় দলের সিডিউল কি হবে?
আগাম পরিকল্পনা হাতে নিয়ে তা চূড়ান্তও করে ফেলেছে বিসিবি। ডিসেম্বরে শ্রীলংকা সফরে আসছে। বিসিবি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এখণও দেয়নি। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা দেবে বলে জানা গেছে। শ্রীলংকা ফিরে যাবার পর মাশরাফিরা বিমান ধরবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন