দল গোছাতে বেশ উঠে পড়ে লেগেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।ইতিমধ্যেই তারা ক্রিস গেইলকে রেখে দিয়ে চমক সৃষ্টি করেছেন।ক্রিস গেইলের পর বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এবার গুঞ্জন উঠেছে রংপুর রাইডার্স দলে ভেড়াতে যাচ্ছে এবি ডি ভিলিয়ার্স কে। ২০১৮-১৯ মৌসুমের জন্য বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি হয়েছে হেলসের।
দলের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিদেশি খেলোয়াড়ের চুক্তিতে আসা দুই খেলোয়াড়ের মধ্যে প্রথমজন হেলস। তিনি যুক্ত হলেন রংপুরের ধরে রাখা চার খেলোয়াড় ক্রিস গেইল, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু এবং মোহাম্মদ মিঠুনের সঙ্গে।
২০১৬ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়া দুই খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন হেলস। অপরজন ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। সে সময় এই দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা হয় খোদ ইংল্যান্ডে। তবু তারা সিদ্ধান্তে অনড় ছিলেন। অথচ ওই সফরটি নির্বিঘ্নে শেষ করে যায় ইংলিশ দল।
আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা। রংপুর রাইডার্সে কোচ টম মুডির সঙ্গে বেশ ভালোই জমবে হেলসের। কেননা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় হিসেবে কোচ মুডির সঙ্গে বোঝাপড়া আছে ইংলিশ এই ওপেনারের।
এছাড়াও বড় ধরনের চমক থাকতে পারে আসন্ন বিপিএলে।তার কারণ রংপুর রাইডার্স এর তালিকায় রয়েছে এ বি ডি ভিলিয়ার্স এর নাম। এই তারকা ব্যাটসম্যানকে ছয় থেকে সাত ম্যাচের জন্য দেখা যেতে পারে রংপুর রাইডার্স এর জার্সিতে। এবি ডি ভিলিয়ার্স এর জন্য ম্যাচ প্রতি ৫০ হাজার ডলার দিতে প্রস্তুত রংপুর রাইডার্স।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন