জাতীয় দলের নিষেধাজ্ঞা উঠে গেল আশরাফুলের উপর থেকে। এরপরে আর কোন বাধা নেই জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যানের। তাইতো আশরাফুল এখন খেলতে চান ২০১৯ সালের বিশ্বকাপ।এই ব্যাপারে আশরাফুল বলেন,
“হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ রফিক ভাই এর পর আমাদের দেশে কেউই ৩৭-৩৮ বছর পর্যন্ত খেলতে পারেনি। কিন্তু আমি ধারার প্রবর্তন করতে চাই। মাশরাফি বোলার হয়েও এখনো খেলে যাচ্ছে, যা বড় অনুপ্রেরণার বিষয়। ব্যাটসম্যানরা ফিরতে পারছে না, কারণ তাদের অসাধারণ পাফরম্যান্স নেই।”
আশরাফুল এখন জাতীয় ক্রিকেট লীগে ঢাকা মেট্রোর হয়ে খেলছেন। বল ও ব্যাট হাতে ভালই পারফর্ম করে যাচ্ছেন তিনি। আজও দৈর্য্যশীল ব্যাটিং করে যাচ্ছিলেন। কিন্তু ৩ রানের হতাশা নিয়ে ৪৭ রান করে শুভাগত হোমের বলে আউট হয়ে ফিরে যান।
দলে ফেরার ব্যাপারে কথা উঠলে তিনি জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল ইসলাম পাপনের সাথে উনার দেখা হয়েছে এবং কথাও হয়েছে।এ ব্যাপারে আশরাফুল জানান
“তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস।তবে একটি শর্ত দিয়েছেন তা হলো লীগে রান করতে হবে। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লিগ।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন