চলতি আফগানিস্তান প্রিমিয়ার লিগে বাল্খ লেজেন্ডস দলে নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে অবাক করার মতো বিষয় হল দেশের জন্য না খেলে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানায় গেইল। আর বোর্ডও তার আবদার মেনে নেই।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্যই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল। লিগে খেলার কারনেই এই মুহূর্তে জাতীয় দলে ফিরতে চাইছেন না ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইল। শুধু ভারত সফর নয়, নভেম্বরে বাংলাদেশ সফরেও দলে থাকবেন না এই ক্যারিবিয় দানব। তবে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন বলেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) জানিয়ে রেখেছেন গেইল।
এদিকে ২ বছর পর দলে ফিরেছেন ব্রাভো। এছাড়াও দলে ফিরেছেন পোলার্ড। অন্যদিকে কেন্দীয় চুক্তির বাইরে থাকা এভিন লুইস ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলেই জায়গা পেয়েছেন।
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :
ওয়ানডে স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, সুনিল আম্ব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও ওশানে থমাস।
টি-টুয়েন্টি স্কোয়াড : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, অ্যাশলি নার্স, কিমো পল, খ্যারি পিয়েরে, কিয়েরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওশানে থমাস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন