শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র ২৯ ওভারে খেলা শেষ করে পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ

মাত্র ২৯ ওভারে খেলা শেষ করে পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ

Avatar

সোমবার, অক্টোবর ৮, ২০১৮

প্রিন্ট করুন

টি-টোয়েন্টি সিরিজটা একদমই ভালো খেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট। পাকিস্তানের নারীরা হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদদের। তবে সিরিজের একমাত্র ওয়ানডেতেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। খুব ভালভাবেই প্রতিশোধ টা তুলে নিলো বাংলাদেশ।

পাকিস্তানের নারী ক্রিকেট দলকে মাত্র ৯৪ রানে অলআউট করে দিয়েছে তারা। ডানহাতি অফস্পিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন খাদিজা তুল কুবরা।

জিততে মাত্র ৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৯৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান আয়েশা আর ৩ রানে রান আউটের ফাঁদে পড়ে আরেক ওপেনার শারমিন আক্তার।

তারপর ফারজানা ও রুমানার দূর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দাঁড়ে চলে যায় বাংলাদেশ। ফারজানা ৪৮ ও রুমানা ৩২ রান করে আউট হলে লতা মণ্ডল ও ফাহিমা খাতুন শেষ করে জয় দিয়ে। ফলে বাংলাদেশ ৬ উইকেটের জয় পায় পাকিস্তানের বিপক্ষে।

এদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়েই ৫০ রান করে ফেলেছিল সফরকারীরা।

১৫তম ওভারে প্রথমবারের মতো আঘাত হানেন খাদিজা। এরপর একে একে পাকিস্তান শিবিরে ত্রাশ ছড়িয়ে দেন এ ডানহাতি স্পিনার। পাকিস্তান শেষের ৫ উইকেট হারায় মাত্র ১০ রানে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেয়া খাদিজা ৯.৫ ওভারে এক মেইডেনের সাহায্যে মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নেন খাদিজা। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ১ ও লতা মন্ডল নেন ১ উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন