শেষ ওভারে কাটার বয়ের ম্যাজিকে দল জিতলেও পুরো ম্যাচে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৮৯ বলে ৭২ রান করার পর একটি ভাইটাল উইকেট নিয়েছেন, দুর্দান্ত ক্যাচ ধরেছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
নিজের এমন পারফরম্যান্স সত্বেও জয়ের আসল কৃতিত্ব দিলেন কাটার বয় মুস্তাফিজুর রহমানকে। ম্যাচ শেষে রিয়াদ বলেন,‘ লিটন আজ ভালো খেলেছে। দুটো রান আউট আমাদের বড় ক্ষতি করেছে। দ্রুত ৫ উইকেট পড়ে যায়। এরপর আমি ও ইমরুল ভালো পার্টনারশিপ গড়ি। কাজটা সহজ ছিল না। আবহাওয়া খুব গরম ছিল। আমি শুকিয়ে যাচ্ছিলাম।
ইমরুল এই পজিশনে ব্যাট করে না। ও উপরের দিকে ব্যাট করে। ওর জন্যও কাজটা সহজ ছিল না। গত কয়েক দিন ওর উপর অনেক চাপ গেছে। তারপরেও সে অসাধারণ লড়াই করেছে। দারুণ ব্যাট করেছে।তবে আমি জয়ের আসল কৃতিত্ব দিতে চাই মুস্তাফিজকে। শেষ ওভারটা ও অসাধাণ করেছে।’
মাশরাফির প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন,‘ খুব গুরুত্বপূর্ণ দুটি ব্রেক থ্রু করেছে। মাশরাফির দুই উইকেটে আমরা ম্যাচে ফিরি। তবে আমি পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। এটা ছিল দলগত প্রচেষ্টার ফল। হ্যাঁ, শান্ত আজও ভালো করতে পারেনি। কিন্তু ওর সময় দরকার।’
এসময় রশিদ খানকে নিয়ে রিয়াদ বলেন, ‘আমি তার বোলিং মোকাবেলা করার জন্য অতিরিক্ত কোনো প্র্যাকটিস করিনি। আমরা গত ৪ দিনে ৩ ম্যাচ খেলেছি। তাই তাকে নিয়ে আলাদা করে ভাবার কোনো সময় ছিল না।
আমরা সবাই জানি রশিদ বিশ্বমানের বোলার। তাই বলে এর মানে এই নয় তাকে খেলাটা খুব কঠিন। হয়তো আমরা তাকে সেভাবে গ্রহনই করিনি। আমি ও ইমরুল যখন ব্যাটিং করছিলাম আমরা শুধু আমাদের বলেছি রশিদকে কোনো উইকেট দিবো না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন