শিরোনাম

প্রচ্ছদ /   আগামী বিশ্বকাপে সাকিব খেলবে কিনা জানাল বিসিবি

আগামী বিশ্বকাপে সাকিব খেলবে কিনা জানাল বিসিবি

Avatar

সোমবার, অক্টোবর ৮, ২০১৮

প্রিন্ট করুন

আঙুলের ইনজুরিতে শেষ পর্যন্ত ২০১৯ সালের বিশ্বকাপে খেলার শঙ্কায় ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখাতে গিয়ে ভক্তদের এমন আশঙ্কার কথাই জানিয়েছেন তিনি। ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,

‘হাতে এই মুহূর্তে ইনফেকশন, তাই ছয় মাসের মধ্যে অপারেশন করানো যাবে না। কেননা অপারেশন করানোর পরে যদি হাতের অবস্থা আরও খারাপ হয়, এই আশঙ্কায় ডাক্তাররাও এর আগে অপারেশন করাতে চাইছে না।

‘অর্থাৎ ইনফেকশন পুরোপুরি যাওয়ার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আগামী দুই মাস ওষুধ চলবে, এরপরে আরও দুইমাস দেখতে হবে হাতের ক্ষত ঠিক হয় কিনা। আমাকে ম্যাচ খেলেও দেখতে হবে ইনফেকশন বাড়ে কিনা।’

বিশ্বকাপের বাকী আট মাসের কম। বর্তমানে মেলবোর্নের ইপওর্থ হাসপাতালে চিকিৎসাধীন সাকিব যদি এর মাঝে ইনফেকশন মুক্ত না হতে পারেন, তাহলে হয়তো বিশ্বকাপ চলাকালেই অপারেশন করতে হবে তাঁকে। সাকিব আরও জানান,

‘তারপরে যখন নিশ্চিত হওয়া যাবে যে ইনফেকশন আর বাড়ছে না, তখন অপারেশনের দিকে যেতে হবে। এতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ডাক্তার বলেছে ছয় মাস থেকে এক বছর লাগার সম্ভাবনা বেশি।’

অস্ট্রেলিয়ান চিকিৎসক গ্রেগ হয়’ এর অধীনে আরও আটদিন থাকবেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। দেশে ফিরে তিনমাস ক্রিকেট থেকে দূরে অবস্থান করতে হবে তাঁকে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হন সাকিব। এরপরে নিদাহাস ট্রফি, আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এশিয়া কাপের মাঝামাঝি পর্যন্ত ইনজুরি নিয়েই খেলেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন