মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার। অনেক জয়ের সাক্ষী এই টাইগার তারকা খেলোয়াড়। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কয়েকটি রেকর্ড নিজের দখলে নিয়েছিলেন। যা এখন পর্যন্ত কেউ টপকাতে পারেনি।
বাংলাদেশি অধিনায়ক হিসেবে আশরাফুলের একটি রেকর্ড রয়েছে যা অন্যকোন বাংলাদেশি অধিনায়কের নেই।মোহম্মদ আশরাফুল অধিনায়ক হিসেবে ৩৮টি ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন আশরাফুল। এগুলোর মধ্যে ২৫টি ম্যাচে তিনি জিতেছেন টস। আর টসজয়ী ম্যাচের একটিতে তিনি সেঞ্চুরি করেছেন যা অন্যকোন বাংলাদেশি অধিনায়কের নেই।
২০০৮ সালের ওই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আরব আমিরাতের। এশিয়া কাপের সে ম্যাচে আশরাফুল ১২৬ বলে ১০৯ রান করে ছিলেন।এদিকে, কিছুদিন আগেই তার উপর থেকে উঠে গেছে নিষেধাজ্ঞা। এখন তিনি সময় পার করছেন দলে ডাক পাওয়ার জন্য।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন