বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডেতে যে উন্নতি হয়েছে তা এখন আর আলাদা করে বলার নেই। বিশ্বময় সাড়া ফেলেছে টাইগারদের ক্রিকেট পারফর্মেন্সে। আর এবার সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফর্মেন্সের অর্জন করলো বিশেষ মাইলফলক।
২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে জয়ের শতকরা হারে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেল মাশরাফি বাহিনী।
২০১৫ সালের পর গত ৩ বছরে ৭০টি ওয়ানডে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। তাঁর মধ্যে ৩৪ টি ম্যাচের জয় পায়। যা শতকার হারে আসে ৪৮ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ দল ৫০ টি ম্যাচ খেলে জয় পেয়েছে ২৬ টিতে অর্থাৎ বাংলাদেশের জয়ের হার ৫২ শতাংশ।
সেখানে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশের মতো এতটা ধারাবাহিক না। তাই এই অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য উন্নতির বড় দিক নির্দেশ করে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন