বাংলাদেশের ক্রিকেটে মি. ডিপেন্ডাবল নামে পরিচিত মুশফিক। বাংলাদেশ দলের হয়ে এখনো অনেক ম্যাচজয়ী ইনিংস আছে মুশফিকের দখলে। মুশফিকের করা এমন একড়ি রেকর্ড যা আজো ভাংতে পারেনি কেউই।
একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যিনি দলের তিনটি ফরম্যাটেই দলীয় সর্বোচ্চ রানের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।
টেস্ট- বাংলাদেশ- ৬৩৮/১০,প্রতিপক্ষ শ্রীলংকা।,মুশফিক ২০০,ম্যান অব দ্যা ম্যাচ:-মুশফিক।,ওডিয়াই- বাংলাদেশ- ৩২৯/৬,প্রতিপক্ষ পাকিস্তান।,মুশফিক ১০৬ (৭৭),ম্যান অব দ্যা ম্যাচ মুশফিক।
টি২০- বাংলাদেশ- ২১৫/৫,প্রতিপক্ষ শ্রীলংকা।,মুশফিক ৭২* (৩৫),ম্যান অব দ্যা ম্যাচ মুশফিক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন