শিরোনাম

প্রচ্ছদ /   সোমবারে মাঠে নামছে আশরাফুল দেখে নিন বিস্তারিত

সোমবারে মাঠে নামছে আশরাফুল দেখে নিন বিস্তারিত

Avatar

রবিবার, অক্টোবর ৭, ২০১৮

প্রিন্ট করুন

সোমবার থেকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০তম আসরের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। চারটি ম্যাচ মাঠে গড়াবে একই দিনে। মুখোমুখি হবে প্রথম স্তরের চার দল ও দ্বিতীয় স্তরের চার দল।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম স্তরের ম্যাচে খেলবে বরিশাল বিভাগ। আর প্রথম স্তরের অপর ম্যাচে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ।

অন্যদিকে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের প্রথম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে ঢাকার অন্য দল ঢাকা মেট্রো। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় সবগুলো ম্যাচই শুরু হবে।

এর আগে বৃহস্পতিবার এনসিলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। তিন দিনের বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা।এবার প্রথম রাউন্ডে দুটি ম্যাচের ফল আসলেও, দুটি ম্যাচ ড্র হয়েছে অমিমাংসিত ভাবে।

প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগকে ২১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে ঢাকা বিভাগ। আর প্রথম রাউন্ডে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ঢাকা মেট্রো। তারা স্বাগতিক সিলেটকে ইনিংস ও ৪১ রানের ব্যবধানে হারিয়েছে।এবারই জাতীয় লিগের আসর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন