শিরোনাম

প্রচ্ছদ /   জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন যে তারকার দিকে চোখ বিসিবির

জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন যে তারকার দিকে চোখ বিসিবির

Avatar

রবিবার, অক্টোবর ৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে সফরকারীদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই আসরকে সামনে রেখে ৩-৪ দিনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমরা ১১ অক্টোবরের মধ্যে দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়ে দেবো।’এছাড়াও আসন্ন সিরিজের স্কোয়াড নিয়ে নান্নু বলেন, ‘আমরা ১৪ জনের দল সাজাতে চাই। তাতে নতুন কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব কম। এশিয়া কাপ স্কোয়াডের বাইরে থাকা কারোর ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে।’

তবে এরপরেও রাজশাহীর মিজানুর রহমানের মিজানের দিকে চোখ রাখছে বিসিবি। এ নিয়ে নান্নু বলেন, ‘আমরা মিজানকে খুটিয়ে দেখব। পাশাপাশি নাজমুল শান্তর সর্বশেষ অবস্থাটাও পরখ করবো। তাই জাতীয় লিগের পরবর্তী পর্বে আমি রাজশাহী যাচ্ছি। মিজান ও শান্তর দল রাজশাহীর জাতীয় লিগের দ্বিতীয় ম্যাচ দেখতে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন