শিরোনাম

প্রচ্ছদ /   জিম্বাবু সিরিজে মাশরাফি খেলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নান্নু

জিম্বাবু সিরিজে মাশরাফি খেলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নান্নু

Avatar

রবিবার, অক্টোবর ৭, ২০১৮

প্রিন্ট করুন

সাকিব আল হাসান একাই দুজন; ‘টু ইন ওয়ান’। তার বিকল্প মানেই একজন বাঁহাতি স্পিনার পাশাপাশি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। খুব স্বাভাবিকভাবেই সাকিব না থাকার অর্থ ওই ক্যাটাগরির দুজনের অন্তর্ভুক্তি। তাই তো এশিয়া কাপে সাকিব বাঁহাতের কনিষ্ঠার ইনজুরিতে ছিটকে পড়ার পরে তার বিকল্প হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস ও বাঁহাতি স্পিনার নাজমুল অপু।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে সাকিব নেই। তাই তার একজনের বদলে নিতে হবে দুজন ক্রিকেটার। সে কারণেই ১৪ জনের বদলে ঘরের মাঠে ১৫ সদস্যের স্কোয়াড করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

আগেই জানা, আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়া সাকিবের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে থাকছেন না দলের প্রধান ওপেনার তামিম ইকবালও। এখন তামিম-সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দেয়া তথ্য অনুযায়ী ৩-৪ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল। আজ সকালে নান্নু জানালেন, ‘আমরা ১১ অক্টোবরের মধ্যে দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়ে দেবো।’

কেমন হবে দল? সাকিব-তামিম ছাড়াও বাকি তিন সিনিয়র মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম কি থাকছেন? তাদেরও কম বেশি ইনজুরি সমস্যা রয়েছে। মাশরাফি ভুগছেন ডান হাতের কনিষ্ঠা আঙুলের সমস্যায়, পাশাপাশি উরুতেও রয়েছে চোট। মুশফিকের পাজরে ব্যথা পুরনো, মাহমুদউল্লাহরও রয়েছে ছোটখাটো ইনজুরি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন