গতকাল এশিয়া কাপে ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত খেলে যাওয়া লিটন দাসের আউটকে বিতর্কিত বলে উল্লেখ করছেন অনেকে। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।
কিন্তু সবাইকে অবাক করে থার্ড আম্পায়ার রড টাকার আউট ঘোষণা করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক শামীম আশরাফ চৌধুরী বলেন, আম্পায়ার অনেকগুলো এঙ্গেল থেকে দেখে কেন আউট দিলেন তা বোধগম্য নয়।
ব্যাটসম্যানের পা দাগের কয়েক সেন্টিমিটার উপর থাকলে সাধারণত তার পক্ষে সিদ্ধান্ত যায়। এটি আসলে দুঃখজনক। শুধু ধারাভাষ্যকার না এই আউট নিয়ে সমালোচনা করেছেন বিশ্বের অনেক ক্রিকেটার। তাদেরেই একজন হলেন সাঙ্গাকারা তিনি বলেন, অভিনন্দন ভারতকে এশিয়ার শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য তবে এইভাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেয়ে ছেরে দেওয়াই ভাল।
কেনোনা গতকাল আম্পায়ার বরাবরই ভারতের পক্ষ্যবাদী করেছেন আর নিয়েছেন বিতর্কিত সিদ্ধান্ত। শুধু তাই নয় খেলার শেষের দিকে দেখা যায় ক্লিন কট আউট আম্পায়ার থেকে রিভিউ এর মাধ্যমে আদায় করে নিতে হয়েছে বাংলাদেশ।
অথচ লিটনের আউট ছিল পুরো ভিত্তিহিন সেখানে লিটন কে উল্টো আউট দিয়ে দিল। আমি আমার দৃষ্টি কোন থেকে বলতে চাই এবারের আসরে হট টিম বাংলাদেশ শিরোপার দাবিদার তারাই ছিল।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। মাশরাফি বলেছিলেন নতুন বলে উইকেট হারানোর সম্ভাবনা থাকে বেশি,তাই পিছনের কাউকে যদি নামানো হয় উইকেট গেলেও তেমন চাপে পরবে নাহ।
লিটন দাসের আউটের মধ্য দিয়ে ৭ম উইকেট এর পতন হয়েছিল বাংলাদেশ এর।কিন্তু এই আউট নিয়্র রয়েছে বিতর্ক,স্পষ্ট দেখা যাচ্ছিল লিটন দাসের পা ৫০% এরো বেশি দাগের ভিতরে ছিল।বেশ কিছু নামকরা ক্রিকেট সাইটে এই বিতর্কিত আউট নিয়ে কথা বলছে।তাদের মতেও সিন্ধান্ত ছিল ভুল।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্যাটসম্যান মমিনুল হকের পরিবর্তে আজ খেলছে নাজমুল ইসলাম অপু। এদিকে ভারতের একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বতী রায়দু, দিনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। তবে এবার বাংলাদেশের তরী ডোবালো মাঠের বাইরে থাকা টিভি আম্পায়ার। তার বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ কে পরাজিত হতে হয়েছে।২২৩ রানের টার্গেট দিয়ে বোলিংয়ের দারুণ লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ দল। টানটান উত্তেজনায় ভারত ম্যাচ জয়লাভ করে একদম শেষ বলে।
পুরোটা ম্যাচেই উজাড় করে দিয়েছি খেলেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফি মনে করে অারো ২০ টি করলে ম্যাচ জয় সম্ভাব ছিল।ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন,“হ্যাঁ, আমরা আমাদের হৃদয়ের দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত খেলেছি, কিন্তু আমরা ব্যাট ও বল উভয়ই ভুল করেছি।
আপনি যদি আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান, আমরা ২৪০ রানের বেশি স্কোর করতে পারতাম। আমরা ম্যাচ জিততে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত বোলাররা সত্যিই ভাল কাজ করেছিল।ভারত যেভাবে স্কোর করেছিল, ৪৯ তম মুস্তাফিজুরকে বোলিং করাটা গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা প্রত্যেকেই সিঙ্গেল রান নিচ্ছিল। সুতরাং স্পিনারকে এভাবে উপস্থাপন করা যায়নি।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন