শেষ ১২ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ইতিমধ্যে ১০ ওভার করে বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন এবং নাজমুল ইসলাম অপু। বোলিংয়ে তখন শুধুমাত্র মোস্তাফিজুর রহমানের এক ওভার বাকি ছিল। ৪৯ তম ওভারে বোলিংয়ে এসে মুস্তাফিজুর রহমান দিলেন মাত্র তিনটি রান।
আর শেষ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের প্রতিটি বলে রান নিয়ে নাটকীয় ভাবে জয়লাভ করে ভারত। যদিও এর আগে একটি ম্যাচ মুস্তাফিজুর রহমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে বাংলাদেশের জয় এনে দিয়েছিল।
তবে কেন মুস্তাফিজুর রহমান শেষ ওভার বোলিং করলেন না তার কারণ জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, “ভারত যেভাবে রান করছিল, তাতে করে মুস্তাফিজকে ৪৯ তম ওভারে বোলিং দেয়া গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা প্রতি বলে রান করছিল। সুতরাং সেই পরিস্থিতিতে আমি স্পিনার আনার কথা ভাবতে পারি নি’
‘আমি দ্রুত বল করতে চেয়েছিলাম, কারণ আমি রান থামাতে চেয়েছিলাম কেননা তারা আমাদের ওপর চড়াও হচ্ছিল। আমরা চাইনি স্পিনারদের দিয়ে বেশি বল করাতে, তাই আমি পেসারদের বেশি ব্যবহার করেছি।’
মাশরাফি বিন মুর্তজা আরো বলেন, “আমরা আমাদের হৃদয়ের দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত খেলেছি, কিন্তু আমরা ব্যাট ও বল উভয়ই ভুল করেছি। আপনি যদি আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান, আমরা ২৪০ রানের বেশি স্কোর করতে পারতাম। আমরা ম্যাচ জিততে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত বোলাররা সত্যিই ভাল কাজ করেছিল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন