ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অসাধারণ খেলছিলেন ওপেনার লিটন দাস। ১৫১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে তখন পথ দেখাচ্ছিল লিটন ও সৌম্য সরকারের জুটি।।
কিন্তু কূলদীপ জাদবের বলে দলীয় ১৮৮ রানের মাথায় স্ট্যাম্পিংয়ের আবেদন করলেন উইকেটরক্ষক ধোনি। আম্পায়ার থার্ড আম্পায়ার কল করলেন। টিভি রিপ্লেতে দেখা গেল লিটনের পা দাগের উপরে রয়েছে। সেদিক থেকে বেনিফিট অব ডাউট পাওয়ার কথা ব্যাটসম্যানের।
কিন্তু বাংলাদেশের সমর্থকদের অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার আউট দিলেন লিটনকে। এই বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেয়। সবচেয়ে বড় কথা হল পা যেখানে দাগের বাইরে যায়নি সেখানে কেন তাকে আউট দেয়া হল?
ফলে ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত পারফরমেন্স করা লিটন দাসকে কোনোভাবেই ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। শেষমেশ নেমে এলো তার ওপর বিতর্কিত আম্পায়ারিংয়ের খড়গ।
৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। টিভি রিপ্লেতে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন।
এ নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ধোঁয়াশার সৃষ্টি হলে সাধারণ বেনিফিট অব আউট ব্যাটসম্যানের পক্ষে যায়। কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দেন বাংলাদেশের বিপক্ষে।
এদিকে লিটনকে আউট দেয়ার সিদ্ধান্তকে বির্তকিত বলছে বিদেশি মিডিয়াও। সরব হয়েছে বেশ কিছু পত্রিকা। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট এডিক্টর তাদের সংবাদের শিরোনাম করেছে ‘MS Dhoni’s Controversial Stumping Ends Liton Das Heroic Ton In Asia Cup Final’ (অর্থাৎ, ধোনির বিতর্কিত স্টাম্পিংয়ে শেষ হলো এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের জৌলুসপূর্ণ ইনিংস’)।
এদিকে ইএসপিএনের উপস্থাপক ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরকরসহ অন্যরাও বলছেন, এক্ষেত্রে বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, যে সিদ্ধান্ত নিতে এত বার রিপ্লে দেখতে হয়েছে সেটি ব্যাটসম্যানের পক্ষে না যাওয়াটা বিস্ময়কর। এদিকে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২২২ রানে।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। মাশরাফি বলেছিলেন নতুন বলে উইকেট হারানোর সম্ভাবনা থাকে বেশি,তাই পিছনের কাউকে যদি নামানো হয় উইকেট গেলেও তেমন চাপে পরবে নাহ।
লিটন দাসের আউটের মধ্য দিয়ে ৭ম উইকেট এর পতন হয়েছিল বাংলাদেশ এর।কিন্তু এই আউট নিয়্র রয়েছে বিতর্ক,স্পষ্ট দেখা যাচ্ছিল লিটন দাসের পা ৫০% এরো বেশি দাগের ভিতরে ছিল।বেশ কিছু নামকরা ক্রিকেট সাইটে এই বিতর্কিত আউট নিয়ে কথা বলছে।তাদের মতেও সিন্ধান্ত ছিল ভুল।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্যাটসম্যান মমিনুল হকের পরিবর্তে আজ খেলছে নাজমুল ইসলাম অপু। এদিকে ভারতের একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বতী রায়দু, দিনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। তবে এবার বাংলাদেশের তরী ডোবালো মাঠের বাইরে থাকা টিভি আম্পায়ার। তার বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ কে পরাজিত হতে হয়েছে।২২৩ রানের টার্গেট দিয়ে বোলিংয়ের দারুণ লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ দল। টানটান উত্তেজনায় ভারত ম্যাচ জয়লাভ করে একদম শেষ বলে।
পুরোটা ম্যাচেই উজাড় করে দিয়েছি খেলেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফি মনে করে অারো ২০ টি করলে ম্যাচ জয় সম্ভাব ছিল।ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন,“হ্যাঁ, আমরা আমাদের হৃদয়ের দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত খেলেছি, কিন্তু আমরা ব্যাট ও বল উভয়ই ভুল করেছি।
আপনি যদি আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান, আমরা ২৪০ রানের বেশি স্কোর করতে পারতাম। আমরা ম্যাচ জিততে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত বোলাররা সত্যিই ভাল কাজ করেছিল।ভারত যেভাবে স্কোর করেছিল, ৪৯ তম মুস্তাফিজুরকে বোলিং করাটা গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা প্রত্যেকেই সিঙ্গেল রান নিচ্ছিল। সুতরাং স্পিনারকে এভাবে উপস্থাপন করা যায়নি।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন