পাকিস্তানের বিপক্ষের ম্যাচে দর্শকের অলক্ষে এক অদ্ভুদ কান্ড ঘটেছে বাংলাদেশ শিবিরে। সেই ম্যাচে ক্ষণিকের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ।
অবাক হলেও এটাই সত্য, পঞ্চ পান্ডব তথা, সিনিয়র পাঁচ জনের কেউ তখন মাঠে ছিলেন না। সাকিব, তামিম নেই, মাশরাফি আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে, মুশফিক ও ইনজুরিতে আর মাহমুদুল্লাহ তখন মাঠে ছিলেন না।
ঠিক সেই সময়ে কয়েক মিনিটের জন্য মিরাজের উপর দায়িত্ব পরে দলের। ক্ষণিকের জন্যে মিরাজই ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। মিরাজ ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। টাইগারদের নিয়ে গিয়েছিলেন সেরা চারে। এমনকি সেই আসরের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন