ভারত এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। ভারত এশিয়া কাপে বাংলাদেশকে একবার হারিয়েছে, পাকিস্তানকে দুবার। এই দুই পরিসংখ্যান টুর্নামেন্টের ফাইনালের আগে রোহিত শর্মার ভারতের অবস্থান স্পষ্ট করে। চলতি এশিয়া কাপে যে রোহিত শর্মার ভারতই সব থেকে কঠিন প্রতিপক্ষ, এই ব্যাপারে কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়।
আর সেটা ভালমতো মেনে নিচ্ছে বাংলাদেশ। তার পরও ফাইনালে শক্তিশালী ভারতের বিরুদ্ধে নামার আগে ব্যাটসম্যান মুশফিকুর রহিম হুঙ্কার ছেড়ে রাখছেন। যুদ্ধের আগে মানসিক যুদ্ধ যাকে বলে আর কী!পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে জিতেছে বাংলাদেশের। সেই জয়ের নায়ক বাংলাদেশের মুশফিকুর।
মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফস্কেছেন। কিন্তু বাংলাদেশের জনতার কাছে তিনিই এখন নায়ক। স্বাভাবিকভাবে এশিয়া কাপ ফাইনালেও তাঁর কাছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা অনেক।সেই মুশফিক ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে হুঙ্কারের সুরে বলছেন, ‘আমরা পারব অবশ্যই। দলে এখন আত্মবিশ্বাসের ঘাটতি নেই।
সব থেকে বড় কথা, আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও তিনটে বিভাগ সমান তালে জ্বলে ওঠেনি। তিনটে বিভাগ যদি ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠে, তাহলেই কাজ হাসিল হয়ে যাবে।
ভারতের বিরুদ্ধে নিজেদের স্ট্র্যাটেজির কথাও জানালেন মুশফিক। বললেন, আগে ব্যাট করে বড় রান করতে পারলেই ভারতের উপর চাপ তৈরি করা যাবে। রোহিত শর্মারা অবশ্যই অসাধারণ ক্রিকেট খেলছে। কিন্তু ওরাও মানুষ। ভুল করতে পারে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন