শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে নামার আগে সবাইকে একি বললেন মুশফিক

মাঠে নামার আগে সবাইকে একি বললেন মুশফিক

Avatar

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

প্রিন্ট করুন

টুর্নামেন্টের শুরুতেই হারাতে হয়েছে দলের প্রাণ ভোমরা তামিম ইকবালকে। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য ছিটকে গেলেন সাকিব আল হাসানও। দলের মূল তারকা পাঁচ জনের দুইজনই নেই। বাকি যারা আছেন তারাও লড়াই করছে চোটের সঙ্গে।

এমন অবস্থায় পাকিস্তানের মত একটি দলকে মোকাবেলাটা অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জকেই জয় করেছে মাশরাফি বিন মর্তুজার দল। মরুর বুকে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে এশীয় শ্রেষ্ঠাত্বের ফাইনাল মঞ্চে।

কিন্তু মাঠে নামার আগে এই আত্মবিশ্বাসের তলানীতে থাকা দলটিকে প্রেরণা জুগিয়েছেন অধিনায়ক মাশরাফি। যুদ্ধে নামার পর পেছনে না তাকানোর জন্য সবাইকে উপদেশ দিয়েছেন তিনি, ম্যাচ শেষে এমনটাই জানিয়েছে জয়ের নায়ক মুশফিকুর রহিম।

মাশরাফির প্রেরণা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘মাঠে নামার আগে মাশরাফি ভাই সবাইকে একটা কথাই বলেছেন যে, যুদ্ধে যখন নেমে যাই তখন পেছনে তাকানো সুযোগ নেই। হয় মারবেন নয়তো মরবেন যেকোন একটা। তার এই কথাটা ছিল আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

কারণ আপনি যখন যুদ্ধে নামবেন তখন এখানে কে আছে বা নেই এত কিছু কিছু চিন্তা করা যাবে না। আমি আমার শত ভাগ দিব এটাই মাথায় থাকতে হবে। আমরা চেষ্টা করেছি আমাদের ১০০ ভাগ দিতে এবং আমরা তাতে সফল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন