শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র ২ঘন্টা পর মাঠে নামছে বাংলাদেশ দেখে নিন ১১ সদস্যের চূড়ান্ত একাদশ

মাত্র ২ঘন্টা পর মাঠে নামছে বাংলাদেশ দেখে নিন ১১ সদস্যের চূড়ান্ত একাদশ

Avatar

বুধবার, সেপ্টেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

জমে উঠেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ইতোমধ্যে বিদায় নিয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাসহ আরো দুই দল। অন্যদিকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তাই কার্যত বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ষষ্ঠ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচে যারাই জিতবে তারা খেলবে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে ফাইনালে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাই মুখামুখি হবে দুই দল।

তাই দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে নিজেদের সেরাটা দেয়ার জন্য। এমন ম্যাচটি বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। দেশ সেরা ওপেনার তামিমের ইনজুরির পর লিটন দাসের সাথে ওপেন করতে নাজমুল হোসেন শান্তর উপর আস্থা রেখেছিলো নির্বাচকরা। এখন সেই শান্তই বাংলাদেশের অশান্তির মূল কারণ!

শান্ত আস্থার প্রতিদান এভাবে দিয়েছেন-তিন ম্যাচে ৭, ৭, ৬ রানের বেশি অবদান রাখতে পারেননি তরুণ এই ওপেনার। আরেক ওপেনার লিটন দাসও দিতে পারছেন না প্রত্যাশার প্রতিদান। তবে ইতিবাচক দিক হচ্ছে ০, ৬, ৭ রানের পর সবশেষ আফগানদের বিপক্ষে ৪১ রান করেছেন। ধারাবাহিক ব্যর্থতায় আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ ওপেনিং জুটিতে পরিবর্তন আনার আভাস মিলছে। যদি পরিবর্তন আসেই, নাজমুলের জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে সৌম্য সরকারের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/ সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন