পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে তাহলে সৌম্য খেলছেন? এমন প্রশ্নের সোজাসাপটা জবাব দেননি প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, আপনারা দেখেছেন সে আজ এখানে অনুশীলন করেছে। সব খেলোয়াড়ের মতো সে এই ম্যাচে খেলার যোগ্যতা রাখে। এখনো আমরা একাদশ করিনি। অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে বসে একাদশ ঠিক করব।
দীর্ঘদিন ধরেই ওপেনিং সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। এক পাশে তামিম ইকবাল খেলে গেলেও অন্যপ্রান্তে তাকে সেভাবে সঙ্গ দিতে পারছেন না কেউ। এশিয়া কাপে তামিম চোট পাওয়ায় ওপেনিং সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে।
ওপেনিংয়ের এই সমস্যা কাটিয়ে উঠতে টুর্নামেন্টের মাঝপথে ঢাকা থেকে উড়িয়ে নেয়া হয় দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। আগে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ছয় নম্বর পজিশনের ব্যাট করে অসাধারণ খেলেছেন ইমরুল কায়েস। এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬, ৭ ও ৭ রানে আউট হওয়া তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিয়ে টিম
ম্যানেজমেন্ট চাইছে, আজ পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সৌম্যকে খেলাতে। তবে দলের কোচ স্টিভ রোডস আস্থা রাখছেন শান্তর ওপর। কোচ চাইছেন শান্তকে আর এক ম্যাচে সুযোগ দিতে।
পাকিস্তানের বিপক্ষে সৌম্য যদি না খেলেন তাহলে গত ম্যাচে ছয় নম্বর পজিশনে খেলা ইমরুল কায়েস কি ওপেন করবেন। এমন প্রশ্নে রোডস বলেন, দেখুন আমাদের কৌশল ফাঁস করতে পারি না। ম্যাচটা জিততে চাই। পাকিস্তান আমাদের কৌশল জানুক, সেটি চাই না।
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সমান পয়েন্ট থাকায় ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনার তৈরি হয়েছে, কেননা জিতলেই ফাইনাল আর হারলেই শেষ।
তবে আজকের ম্যাচে একটা দু:সংবাদ পেল বাংলাদেশ। সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক ইংরেজী দৈনিকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ”সাকিবের খেলার সম্ভাবনা বর্তমানে ৫০-৫০। আমরা এখনই বলতে পারছি না কি হবে।”
ইনজুরির জন্যেই হয়ত আজ মাঠে নাও দেখা যেতে পারে সাকিবকে। সুজন বলেন, ”সে (সাকিব) খেলবে বলেই আমরা ধরে নিচ্ছি এবং সেই মোতাবেক কাজ করছি, কিন্তু আমরা কিছুই নিশ্চিত করে বলতে পারছি না এই মুহূর্তে।”তিনি আরো বলেন, ”সে (সাকিব) টানা খেলে যাচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবেই তাঁর ব্যাথা বাড়বে।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন