বিপিএল পিছিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর, এ রকম সম্ভাবনার কথা শোনা গিয়েছিল আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল নিশ্চিত করেছেন, সত্যি হচ্ছে সেই সম্ভাবনা।বিপিএলের পরবর্তী আসর হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বরে। ঠিক হয়ে গিয়েছিল তারিখও। ৫ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৬ নভেম্বর।
কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার মনোযোগ তখন সেদিকেই থাকবে।তা ছাড়া বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সম্পৃক্ত আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।
নির্বাচন নিয়ে ব্যস্ততা থাকবে তাদেরও। সে কারণেই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের অবস্থা থেকে সরে এসে জানুয়ারিতে বিপিএল আয়োজনের চিন্তা করে।কিন্তু জানুয়ারিতে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর থাকায় জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গেও আলোচনা করতে হয়েছে বিসিবিকে। গতকাল নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, সেই আলোচনা ফলপ্রসূ।
জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসছে আগামী অক্টোবরেই। ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নীতিগতভাবে রাজি হয়েছে অক্টোবরে সিরিজ খেলতে। এখন সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে’, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।এদিকে গত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
ব্যাট হাতে এরূপ পারফর্মেন্সের পর এবার আশরাফুল আশা করছিলেন চলতি বছরের বিপিএলে সুযোগ পাওয়ার।কেননা ১৩ই অগাস্ট সবধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে তাঁর। এখন সকল ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, কবে দলে যোগ দেবেন আশরাফুল?ফেরার উপলক্ষ হিসেবে বিপিএলকেই পাখির চোখ করে ছিলেন টাইগারদের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। আর বিপিএলের আগে মানসিক এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার মিশনেও নেমে ছিলেন আশরাফুল।
তবে বিপিএলের পরিবর্তে জিম্বাবুয়ের সাথে সিরিজে আশরাফুলের কি দলে ফেরার সুযোগ থাকছে? ডিপিএলে আশরাফুলে পারফর্ম্যান্স ছিল অতুলনীয়। আর তিনি ৩ নাম্বার পজিশনের জন্য বাংলাদেশের দক্ষ ব্যাটসম্যান। তাই বাংলাদেশের ৩ নাম্বার পজিশনের ঘাটতি পূরনের জন্য হলেও আশরাফুলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে।বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন