শিরোনাম

প্রচ্ছদ /   এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে কারা এই দুই নতুন মুখ

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে কারা এই দুই নতুন মুখ

Avatar

শুক্রবার, আগষ্ট ৩১, ২০১৮

প্রিন্ট করুন

আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য এবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটিতে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার আরিফুল হক। এরই ফলে প্রথমবারের মতো ওয়ানডে সুযোগ মিলেছে তার।

বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও এখন পর্যন্ত ওয়ানডে ও টেস্টে খেলা হয়নি আরিফুলের। তবে এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত সাব্বির রহমানের পরিবর্তেই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়েছে তার।

এছাড়াও আসন্ন এশিয়া কাপের মূল দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তবে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও আবু জায়েদ রাহি। এছাড়াও দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন