শিরোনাম

প্রচ্ছদ /   ওনারা ২০ আর আমরা ৮

ওনারা ২০ আর আমরা ৮

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ৩০, ২০১৮

প্রিন্ট করুন

পাঁচ সিনিয়র ক্রিকেটারে ভর করে এগিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। অনেক তরুণ ক্রিকেটার আসছে কিন্তু তাদের মধ্যে ধারাবাহিকতার বড্ড অভাব। কেউই দলকে টানতে পারছে না, তাই দুই-এক ম্যাচে ঝলক দেখিয়ে চলে যেতে হচ্ছে পর্দার আড়ালে।

কিন্তু এই আগামীর তারকাদের কাছ থেকে দল আরো বেশি কিছু আশা করে। কারণ আজকের তরুণদেরই আগামীতে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকের শূন্যস্থান পূরণ করতে হবে, তবেই দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবে। সিনিয়রদের তরুণদের এই বিস্তর পার্থক্য মেনে নিচ্ছেন তরুণদের প্রতিনিধি সৌম্য সরকার।

সৌম্য, লিটন, সাব্বিরদের বড় সমস্যা আধারাবাহিকতা, আর এখানেই খাবি খাচ্ছে তারা। দু’এক ম্যাচ ভাল খেলার পর হারিয়ে ফেলছে চেনা পথ। ফলাফলে দলে তার প্রভাব পড়ছে। এভাবে সারা জীবন সিনিয়ররা আগলে রাখবে না, সেটা ভালভাবেই জানেন সৌম্যরা।

উইন্ডিজ সফরের পর বাংলাদেশ দল আবারও মাঠে নামতে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। সেখানে যে আবারও চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা মানছেন তরুণ ওপেনার সৌম্য সরকার। বুধবার (২৯ আগস্ট) অনুশীলন শেষ সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন,

‘আমাদের সিনিয়ররা ভাল করছে, তরুণদের এটি অনুপ্রেরণা হিসেবে নেওয়া উচিৎ। আমরা যদি তাদের একটু সমর্থন করতে পারি তাহলে আমার কাছে মনে হয় ফল আরও বেশি ভাল আসবে।’দলের কাঙ্ক্ষিত সাফল্য পেতে গোটা দলের একসাথে পারফরম্যান্স দরকার। আর এখানেই যেন যত বেহিসাব। কারণ প্রতিবারই সিনিয়ররাই টেনে তুলছে দলকে, আর জুনিয়ররা বারবার একই ভুল করে চলেছে।

তবে সৌম্য মনে করেন,‘আমরা যদি ভাল করতাম, বা ঊনিশ-বিশ থাকত তাহলে এই কথাটা আসত না। এমন হয়ে গেছে যে, ওনারা ২০, আর আমরা ৮। আমাদের চেষ্টা করতে হবে, তাদের কাছাকাছি গেলে তাদের জন্যও হেল্পফুল হবে। ’

তরুণ ক্রিকেটাররা তারকা খ্যাতি ধরে রাখতে পারছেন না। তবে যার যেই সমস্যা থাকুক না কেন সব ভুলে খেলায় মনোনিবেশের পক্ষে সৌম্য। কারণ একট ভাল পারফরম্যান্সই পারে সকল ব্যর্থতা ভুলিয়ে দিতে। এ বিষয়ে সৌম্যের অভিমত, ‘ব্যক্তিগত বিষয় ব্যক্তির মধ্যেই রাখা উচিত। নিজেদের মধ্যে চেষ্টা করি যে নেতিবাচক জিনিস না তুলি, এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গেছে। যেন ইতিবাচক চিন্তা করি। ’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন