শিরোনাম

প্রচ্ছদ /   এশিয়া কাপে কপাল পুড়ল যে টাইগারের আর কপাল খুলল যার

এশিয়া কাপে কপাল পুড়ল যে টাইগারের আর কপাল খুলল যার

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ৩০, ২০১৮

প্রিন্ট করুন

আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর টাইগারদের এই স্কোয়াডে রয়েছে কয়েকটি চমক।এশিয়া কাপের দলে বাংলাদেশের স্কোয়াডে জায়গা হয়নি ক্রিকেটের বাইরে নানান কেলেঙ্কারীতে জর্জরিত সাব্বির রহমান। প্রথমে দর্শক পিটিয়ে শিরোনামে আসা সাব্বির এরপর শিরোনামে আসেন ফেসবুকে ভক্তদের গালী দিয়ে।

সাব্বিরের হাড়ির খবর এরপর ফাঁস করে তার সাবেক ব্যক্তিগত গাড়ি চালক। জানিয়ে দেন, অভিনেত্রী নায়লা নাইমের সাথেও রাত কাটিয়েছেন সাব্বির।এরকম নানান বিতর্কিত কর্মকান্ডের জন্য কপাল পুড়েছে সাব্বিরের। ক্রিকেট মাঠের বাইরে এসব ঘটনার জন্য তাকে শিক্ষা দিতেই স্কোয়াডে রাখা হয়নি এই হার্ড হিটারকে।

তবে সাব্বির না থাকলেও দলে আছেন স্ত্রী নির্যাতনের মামলা মাথায় নিয়ে বয়ে বেড়ানো মোসাদ্দেক হোসেন সৈকত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন