ক্রিকেটকে ভদ্র লোকের খেলায় বলে। আর ভদ্র মানুষদের কারণেই এখনো ক্রিকেটকে সবাই সম্মানের চোখেই দেখে। ক্রিকেট বিশ্বে এমন অনেক ভদ্র ক্রিকেটাররা আছেন যারা বিশ্বব্যাপী সম্মানিত। বলতে গেলে ক্রিকেটবিশ্বে এদের কোনো হেটার্স নেই।
তেমনি একজন বাংলাদেশী সমর্থক মাশরাফি-সাকিবদের পাশাপাশি পছন্দ করে থাকেন ক্রিস গেইল-হাশিম আমলা-টেন্ডুলকারদের। আর এরা ক্রিকেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় ও সম্মানিত।
একনজরে দেখেনিন সেই তালিকাটি-
১.মাশরাফি বিন মর্তুজা ২. হাশিম আমলা ৩. শচিন টেন্ডুলকার ৪. কুমার সাঙ্গাকারা ৫. মহেলা জয়বর্ধানে ৬. ইনজামামুল হক ৭. এবি ডি ভিলিয়ার্স ৮. জ্যাক ক্যালিস ৯. ড্যারেন স্যামি ১০. শহীদ আফ্রিদি
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন