সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ সফরটি বেশ ভালোই কেটেছে টাইগারদের। যদিও সফরের শুরুটা বেশ বাজেভাবে শুরু করেছিল টাইগাররা। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় করে বীরের বেশেই দেশে ফিরেছেন তারা।
টাইগারদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সিরিজ। আর সেই সিরিজকে সামনে রেখে এখন থেকেই ব্যাটসম্যানদের একটি তালিকা করা হচ্ছে বলেই আজ সাংবাদিকদের জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই তালিকায় আছে নতুন ক্রিকেটাররা সেটিও জানালেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ করে ওয়ানডে এবং টেস্টের জন্য তো আমাদের দেখতেই হবে। সেই জন্য একটা আলাপ আলোচনা হচ্ছে। একটি লিস্ট করা হয়েছে, সেখান থেকে সামনে যে সিরিজগুলো হবে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে বেশ কিছু নতুন ছেলে ঢোকানোর সুযোগ আছে। ঢুকাবো কিনা জানি না বা ঢুকবে কিনা সেটাও জানি না। তবে একটা সুযোগ আছে। আমরা চেষ্টা করবো দুই একটি নতুন ক্রিকেটারকে নিতে।এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়া আশরাফুলও আছেন সম্ভাব্য তালিকায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন