আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সেই ম্যাচের আগে ফিটনেস ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সেই ট্রেনিং শেষে আজ সাংবাদিকদের সাথে দেখা করেন সৌম্য।
সৌম্য বলেন ,’ আমাদের গ্রুপে আরো দুইটি দলের চেয়ে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। শ্রীলঙ্কার চেয়ে আমরা বেটার সাইড। অন্ততপক্ষে ওয়ানডেতে। আর আফগানিস্তানকে নিয়ে এতো আলোচনার আমি মানেই দেখি না। হ্যা আমরা কিছুদিন তাদের কাছে হেরেছি, কিন্তু সেটা ছিলো টি-২০ ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে আমরা তাদের চেয়েও ভালো সাইট।’
উল্লেখ্য নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আগামী ১৫ই সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। আর নিজেদের ২য় ম্যাচ আগামী ২০শে সেপ্টেম্বর আফগানিস্তানের।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন