ভাগ্য খুলছে আশরাফুলের।ক্রিকেট ভক্তদের জন্য সুখবর,আশরাফুলকে একা বাসায় নিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।সেখানেই সব ঠিকঠাক হয়ে গেছে,বোর্ড প্রধান তার কথার বরখেলাপ করেনি করলে ২০১৮ সালের ১৩ আগস্ট সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেয় আশরাফুল এর উপড় থেকে এবং এরি সাথে এ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে ব্যাটিং জিনিয়াসের।
বিপিএল এর ৫ম আসরে দেখা যাবে আশরাফুল কে।এ বছরে ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করেছেন তিনি যা নজর কেড়েছে কোচের ও বিসিবি ম্যানেজমেন্টের।এছাড়া জাতীয় দলে তিন নম্বরে ব্যাটিং করার খেলোয়াড় পাচ্ছে না বিসিবি।যার ফলে অতি তাড়াতাড়িই দলে ফিরছে এই ব্যাটিং জিনিয়াস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন