মানসম্মত কিছু স্পিনার নিয়ে গঠিত দল আফগানিস্তান এবার এশিয়া কাপে রয়েছে বাংলাদেশের গ্রুপে। রাশিদ খান, মোহাম্মদ নবীদের অনেকেই বাংলাদেশের হুমকি বলে ধরে নিয়েছেন।কারণ এ বছর ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ৩-০ পরাজিত হয়েছিল সাকিব আল হাসানের দল। মূলত সিরিজটি আফগান স্পিনারদের কাছেই হেরেছে সাকিব, তামিমরা।
কিন্তু আসন্ন এশিয়া কাপে রাশিদ, নবীদের একদমই সফল হতে দিবেন না দেশের ব্যাটসম্যানরা। এমনই আশার বানী সকলকে দিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।’ওটা টি-টুয়েন্টি ফরম্যাট ছিল। আর এটা ওয়ানডে ফরম্যাট। টি-টুয়েন্টিতে পেস বা স্পিন যাই থাকুক, রানের জন্য খেলতে হবে। আর রানের জন্য খেলতে গেলে উইকেট যাবেই। কোনদিন সফল হবেন আবার কোনোদিন হবেন না।’
কারণ সৌম্য মনে করছেন স্বল্প ওভারের খেলায় দেখে খেলার সুযোগ থাকে না। তাই বার বারই ব্যর্থ হয়েছেন তারা। কিন্তু এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হবে। আর এখানে বোলারের গতিবিধি বুঝে খেলার সময় পাবে ব্যাটসম্যানরা।তবে স্পিনে নিজেদের ঘাটতিগুলো নিয়ে কাজ করার কথা কোচের সাথে আলাপ করেছেন ব্যাটসম্যানরা। সকলে স্পিন বোলিংয়ে নিজেদের আরও শাণিত করার চেষ্টায় আছেন। আজ মিরপুরে অনুশীলন শেষে এ বিষয়ে সংবাদিকদের সাথে কথা বলেছিলেন সৌম্য সরকার।
‘এটা লম্বা খেলা, ৫০ ওভারের খেলা। একটা বোলারকে আপনি দেখার সময় পাবেন। টি-টুয়েন্টিতে সেটা পাবেন না। অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তা করেছি যে কি ঘাটতিগুলো ছিল.. কোচের সঙ্গেও কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে ওদের স্পিনাররা সফল হবে না আমাদের বিপক্ষে।’
সেপ্টেম্বরের ২০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে রাশিদ খানদের বিপক্ষে ভালো পারফর্মেন্স দেখাবে মাশরাফি বাহিনী এমনই প্রত্যাশা সবার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন