ক্যাম্পের অনুশীলনের সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে বারোটায় অনুশীলন শেষ হয়ে যাওয়ার কথা। প্রতিদিনের মত অনুশীলন শেষে একজন ক্রিকেটারের অপেক্ষায় ছিল মিরপুরের হোম অব ক্রিকেটে আসা সাংবাদিকরা।
সাধারনত বেলা একটার মধ্যেই কেউ না কেউ মিডিয়ার সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন। কিন্তু বুধবার দেখা গেল ভিন্ন চিত্র। বেলা গড়িয়ে গেল, কোন ক্রিকেটারের দেখা মিলল না। পরে জানা যায়, অনুশীলন শেষে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সাথে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বৈঠকের কথা।
এশিয়া কাপের জন্য মূল স্কোয়াড নির্বাচন ইস্যুতে কথা হয়েছে দুই পক্ষের। ধারনা করা হচ্ছে, মূল স্কোয়াডের আসল রূপরেখা অনেকটাই নিশ্চিত হয়েছে বুধবারের বৈঠকে। অনুশীলন শেষের প্রায় তিন ঘণ্টা পর প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারকে বিসিবি ভবন থেকে বের হয়ে দেখা যায়।
তার খানিকবাদেই বের হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে বুধবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে সাকিবের থাকা না থাকা ইস্যুতে কোন খবর জানা যায় নি। তবে আগামীকাল বৃহস্পতিবার দুই নির্বাচকের সাথে প্রধান কোচ স্টিভ রোডসের বৈঠক হওয়ার কথা।
তার আগেই সাকিব আল হাসান ইস্যুতে দ্রুত সমাধানে পৌঁছাতে চাইবে বিসিবি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাকিবের এশিয়া কাপে খেলা না খেলার বিষয়টি সম্পূর্ণ সাকিবের উপর ছেড়ে দিয়েছিলেন। ধারনা করা হচ্ছে, বুধবার দেশে ফেরা সাকিবের এশিয়া কাপে খেলা না খেলার বিষয়টি দ্রুত সুরাহা হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন