শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বনাম কোরিয়ার ম্যাচটি দেখাবে নাহ টিভি চ্যানেল তবে লাইভ দেখবেন যেভাবে

বাংলাদেশ বনাম কোরিয়ার ম্যাচটি দেখাবে নাহ টিভি চ্যানেল তবে লাইভ দেখবেন যেভাবে

Avatar

শুক্রবার, আগষ্ট ২৪, ২০১৮

প্রিন্ট করুন

ফিফা র‌্যাংকিংয়ে ৯৮ ধাপ এগিয়ে থাকা কাতারকে হারাতে পারলে উত্তর কোরিয়াকে কেন নয়? দুই দুইবার বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়া যে এগিয়ে ৮৬ ধাপ! কাতারের চেয়ে ১০ ধাপ কাছে। শুক্রবার শেষ আটে ওঠার লড়াইয়ে নামার আগে এমন সমীকরণও মেলাচ্ছেন অনেকে।

ফুটবলে রোজ রোজ একই জিনিস হয় না। সবদিন মেলে না সমীকরণও। কখনো কখনো র‌্যাংকিংয়ের পার্থক্যটা মাঠে ফুটে উঠে, কখনো গনেশ উল্টে যায়। এই যেমন র‌্যাংকিংয়ে ৯৮ নম্বরে থাকা কাতারকে হারিয়ে দিয়েছে ১৯৪ নম্বরের বাংলাদেশ। যে জয়েই লেখা হয়েছে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস।

শুক্রবার এমন কিছু হলে তা হবে অবিস্মরণীয় রূপকথা। ইন্দোনেশিয়ার জাকার্তার বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করবে না। তবে অনলাইন থেকে খেলাটি সরাসরি দেখতে পারবেন।বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ম্যাচে এই লিঙ্কে ক্লিক করলে খেলাটি সরাসরি দেখতে পারবেন। এছাড়া ম্যাচটি শুরু হলে আরো ২-১টি লিঙ্ক আমাদের ফেসবুক পেইজ দিয়ে দেওয়া হবে।

কাগজ-কলমের শক্তিতে ফেবারিট উত্তর কোরিয়া। কিন্তু বদলে যাওয়া দল বাংলাদেশ এখন যে খেলার আগেই হেরে যায় না! সবচেয়ে বড় কথা- এ ম্যাচে কিছুই হারানোর নেই বাংলাদেশের ; কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। দেখা যাক, ঈদের আগে-পরে দুটো উপহার দেশবাসীকে দিতে পারেন কি না জামাল-সুফিলরা!

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন