ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের পূর্নাঙ্গ সিরিজ। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। অল্প কিছু দিনের বিরতি দিয়ে আবারও শুরু হবে ক্রিকেটারদের ব্যস্ততা।কারণ পুরো বছর জুড়েই রয়েছে সাকিব-তামিমদের ব্যস্ত সূচি। আগামী সেপ্টেম্বরে পর্দা উঠবে ১৪তম এশিয়া কাপের। বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দল অংশগ্রহণ করবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে। এশিয়া কাপ শেষ হতেই অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো একটি হোম সিরিজ খেলবে মাশরাফি-সাকিব-মুশফিকরা। আর এই সিরিজ দিয়েই শেষ হবে টাইগারদের ব্যস্ততম সিরিজ সূচি। এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সিরিজগুলো।
১. এশিয়া কাপ :
আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের ১৪ তম আসরের। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে এই আসর শুরু হবে। এবারের আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ৫ দল ইতিমধ্যে নিশ্চিত হলেও। আরেকটি দল বাছাই পর্ব খেলে মূল আসরে অংশ নিবে।
মোট দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ ‘এ’তে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। গ্রু ‘বি’তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপ শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে জায়গা করে নিবে। সেখানে প্রত্যেকেই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিশ্চিত করবে ফাইনাল।
২. বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ :
চলতি বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। এবার দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে আগামী অক্টোবরে বাংলাদেশে পা রাখবে তারা। আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
আগামী ১৬ অক্টোবর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এরপর ২১ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্টিত হবে।
সিরিজের প্রথম ম্যাচটি মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ দুটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এরপর টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবির একটি দলের সাথে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুইয়ানদের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর শুরু হবে সাদা পোষাকের সিরিজের প্রথম ম্যাচ। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আর ১১-১৫ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল।
৩. বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ:
আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা। আসন্ন এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।
এরপর ২২-২৬ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ নভেম্বর থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
একই ভেন্যুতে ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারীরা।
আগামী ১৭ ডিসেম্বর এই মাঠেই অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজে প্রথম ম্যাচ। এরপর মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এর মধ্যে দিয়েই টাইগারদের ব্যস্ত সূচি শেষ হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন