শিরোনাম

প্রচ্ছদ /   এমন দূর্দান্ত জয়ে সবাইকে চমকে দিয়ে যা বললেন সাকিব

এমন দূর্দান্ত জয়ে সবাইকে চমকে দিয়ে যা বললেন সাকিব

Avatar

রবিবার, আগষ্ট ৫, ২০১৮

প্রিন্ট করুন

ম্যাচ শুরুর আগে থেকেই দলবল নিয়ে হাজির হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। লডারহিলে ম্যাচের শুরু থেকেই তামিম-সাকিবদের একেকটি রানে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পতি করে রাখেন পুরো স্টেডিয়াম। সাকিবদের সাহস দেয়ার পাশাপাশি ক্যারিবীয়দের আত্মবিশ্বাস কমাতে তাদের একেকটি ভুলে দুয়ো দিতেও ছাড়েনি গ্যালারীতে থাকা দর্শকেরা। উইন্ডিজের ব্যাটিংয়ের সময় বাংলাদেশি বোলারদের প্রতিটি ডট বল কিংবা ভালো কোন সুযোগেও গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা।

ম্যাচ শেষে তাই এসব প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানাতে ভুলেননি টাইগার অধিনায়ক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘গ্যালারীতে সমর্থকদের অকুণ্ঠ সমর্থন সবসময়ই বড় একটি ব্যাপার। আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশেই খেলছি। আশা করছি তারা পরের ম্যাচেও আমাদের তারা এমন সদলবলে আসবে এবং আমাদের সমর্থন দিয়ে যাবে।

সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে প্রথমবার! অভিষেক ম্যাচটা জয় দিয়েই স্মরণীয় করে রাখল বাংলাদেশ। আর প্রথমবার নিজেদের দেশকে সমর্থন করতে এসেই জয় দেখার স্বাদ পেল যুক্তরাষ্ট্রের প্রবাসি বাংলাদেশিরা। ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেথ ওভারে নাজমুল অপুর ম্যাজিকে ক্যারিবিয়ানদের ১২ রানে হারাল সাকিব আল হাসানের দল। আর এই জয়ে তিন ম্যাচ সিরিজের ১-১ সমতায় ফিরলো সফরকারীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন