উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে একাদশ সাজাতে গিয়ে বিপাকে পরতে পারে টাইগার টিম ম্যানেজম্যান্ট। কারণ সৌম্য সরকার এবং লিটন দাসের দুজনের একজনকে হয়তো বসতে হতে পারে একাদশের বাইরে। সাকিব যেহেতু ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে বেশী বিশ্বাসী সেক্ষেত্রে সৌম্যের চেয়ে লিটনের একাদশে থাকার সম্ভাবনাই বেশী। এছাড়াও আফগানিস্তান সিরিজ এবং নিদাহাস ট্রফিতে তামিমের সঙ্গে জুটি বেঁধেছেন লিটন।
লিটন একাদশে থাকলে বেঞ্চে বসতে হতে পারে সৌম্যকে। ওয়ানডে সিরিজে তিন নম্বরে ব্যাট করলেও টি-টুয়েন্টি সিরিজে তিন নম্বরে দেখা নাও যেতে পারে দলপতি সাকিব আল হাসানকে। সেক্ষেত্রে তিনে দেখা যেতে পারে সাব্বির রহমানকে।চার, পাঁচ এবং ছয় নম্বরে থাকছেন যথাক্রমে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং দলপতি সাকিব আল হাসান। বাড়তি বোলার নিয়ে নামার চিন্তা করলে আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে থাকছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান/সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন