শিরোনাম

প্রচ্ছদ /   এবারে আশরাফুল এর রেকর্ড ভাঙলেন মাশরাফি

এবারে আশরাফুল এর রেকর্ড ভাঙলেন মাশরাফি

Avatar

মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

প্রিন্ট করুন

আগামী ১ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি সিরিজের এর আগে জেনে নেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি ০ রানে আউট হয়েছেন যারা।তালিকায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি ২৪৪ ইনিংসে সর্বোচ্চ ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন। মাশরাফির পরে রয়েছেন তার প্রিয় বন্ধু মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন আশরাফুল।

আশরাফুলের পড়ে রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ৩৫৩ ইনিংসে মোট ২৯ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। তামিলের পড়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ২০৪ ইনিংসে ২৫ বা র শূন্য রানে আউট হয়েছেন হাবিবুল বাশার।

এরপরে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ১৬৮ ইনিংসে ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিকের পরে রয়েছেন মুশফিকুর রহিম। ৩৫২ ইনিংসে ২২ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। মুশফিকুর রহিমের পরে রয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।

১০১ ইনিংসে ২০ বা র শূন্য রানে আউট হয়েছেন তিনি। তালিকা অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। ১৯৪ ইনিংসে ১৯ বা শূন্য রানে আউট হয়েছেন তিনি। তালিকার নবম স্থানে রয়েছে আব্দুর রাজ্জাক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আব্দুর রাজ্জাক ১৩৯ ইনিংসে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২৭৩ ইনিংসে মোর ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন