শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফি সহ আরো দুই তারকাকে বাদ দিয়ে টি-২০ স্কোয়াড ঘোষণা বিসিবির

মাশরাফি সহ আরো দুই তারকাকে বাদ দিয়ে টি-২০ স্কোয়াড ঘোষণা বিসিবির

Avatar

রবিবার, জুলাই ২৯, ২০১৮

প্রিন্ট করুন

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলে থাকছেন মুস্তাফিজুর রহমান। ৩১ জুলাই থেকে সেইন্ট কিটসে শুরু হতে যাচ্ছে উইন্ডিজ-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের দলে নাম আছে মুস্তাফিজের।আইপিএলে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। সে জন্য গত জুন মাসে তিনি খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ফলে তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন আবুল হাসান। এবার মুস্তাফিজ আবার ফিট হয়ে ওঠায় আবুল হাসানকে চলে যেতে হচ্ছে মাঠের বাইরে।এদিকে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর উইন্ডিজ সফর শেষ হয়ে গেছে এনামুল হক, নাজমুল হোসেন ও মাশরাফি বিন মুর্তজার।

গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। তাঁর নেতৃত্বেই উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারেননি এনামুল ও নাজমুল। তিনটি ওয়ানডেতে মাত্র ৩৩ রান করতে পেরেছেন এনামুল। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশে ফিরতে হচ্ছে নাজমুলকে।সেইন্ট কিটসে শুরু হলেও টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ খেলা হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সাম্প্রতিক সময়ে উইন্ডিজের বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফ্লোরিডার লুগারহিলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন