নিজেকে একদম বদলিয়ে ফেলেছেন তামিম ইকবাল। প্রতিটি সিরিজে ওপেনিংয়ে নেমে রান করেই যাচ্ছেন। গত চার বছর ধরে চলা ধারাবাহিকতা ঠিকই বজায় রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। তিন ম্যাচের দুইটিতেই দেখা পেয়েছেন সেঞ্চুরির। অর্ধশত রানের ইনিংসও রয়েছে একটি। গতকালের সেঞ্চুরির মধ্য দিয়ে তামিম আরও একটি রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন। সিরিজের প্রথম ম্যাচেই অপরাজিত ছিলেন ১৩০ রানে। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানে আউট হয়েছিলেন। তৃতীয় ম্যাচে আবারো সেঞ্চুরি।
তিন ম্যাচে ১৪৩.৫০ গড়ে করেছেন ২৮৭ রান। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন ম্যাচ সিরিজে যা এখন পর্যন্ত সর্বাধিক।এই রেকর্ডে নিজের নাম লেখানোর আগে তিনি রেকর্ড ভেঙেছেন দীনেশ রামদিনের ২৭৭ রানের রেকর্ডটি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে রামদিন ২৭৭ রান করেছিলেন। গতকাল সেই রেকর্ডে নতুন করে নিজের নাম লেখান তামিম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন