শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচে তিনি করেছেন দুইটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। তিন ম্যাচে তার স্কোর যথাক্রমে ১৩০*, ৫৪ ও ১০৩। তাছাড়া এই সিরিজে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম। তিন ম্যাচে মোট ২৮৭ রান করেছেন তিনি। সিরিজের শেষ দিনও সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার তিনিই পেয়েছেন। তাছাড়া ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে তামিম ইকবালের হাতে।
ম্যাচ শেষে তামিম ইকবাল জানান,‘আমি যেভাবে ছিলাম তিনটা ম্যাচে আমার পরিশ্রম সার্থক। এই সিরিজটা আমরা যেভাবে শুরু করেছিলাম, সত্যি কথা বলতে অনেক চাপ নিয়ে এসেছিলাম। যাক অবশেষে ভালো করতে পারায় আমরা সবাই অনেক খুশি।
সিরিজ নির্ধারণী ম্যাচের পরিকল্পনা নিয়ে তামিম আরো বলেন,‘টেস্ট সিরিজ টা ভালো কাটে নি। ওয়ানডেতে আমরা অনেক বেশি পরিশ্রম করেছি। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে মানিয়ে নেওয়া অত সহজ ছিলো না। আমাদের পরিকল্পনা ছিল উইকেটে যতটা সম্ভব সময় কাটানো। আর সিরিজ শেষে সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন