শিরোনাম

প্রচ্ছদ /   ৩য় ম্যাচে সময়সূচীর পরিবর্তন দেখে নিন আজ যখন মাঠে নামবে বাংলাদেশ

৩য় ম্যাচে সময়সূচীর পরিবর্তন দেখে নিন আজ যখন মাঠে নামবে বাংলাদেশ

Avatar

শনিবার, জুলাই ২৮, ২০১৮

প্রিন্ট করুন

দুই ওভারে যখন দরকার ১৪ রান, হাতে তখন ছয় উইকেট। এমন সময়ে পরাজয়টাই যেন কঠিন। কিন্তু এমন কঠিন কাজটাই করে দেখালো টাইগাররা। সহজ ম্যাচ কঠিন করে হাতের মুঠোয় থাকা জয় ওয়েস্ট ইন্ডিজকে উপহার দিয়ে দিলো মাশরাফি বিন মর্তুজার দল। আর এরই সাথে সিরিজে ১-১ এ সমতা আনলো গেইলরা।সিরিজের ফাইনাল এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। ওয়ার্নার পার্ক, বাস্টারের, সেন্ট কিটসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে।

বাংলাদেশের একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমনভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেভাবেই চেষ্টা করেছিলেন এনামুল হক বিজয়। শুরুতে দারুণ মারমুখি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ব্যাট বলেও হচ্ছিলো। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ২ ছক্কা ২ চারে ৯ বলে ২৩ রান করে বোল্ড হয়েছেন বিজয়।

১৬ সদস্যের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহী।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারি যোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরান পাওয়েল, দেবেন্দ্র বিশু, রভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন